রাস্তার কাজ চলাকালীন মর্মান্তিক স্কুটি দুর্ঘটনায় মৃত্যু হল এক গৃহবধুর। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি দেশপ্রাণ ব্লকের কাঁথি রসুলপুর রাজ্য সড়কের অযোধ্যাপুর কালী মন্দিরের সামনে। এই ঘটনাকে ঘিরে উত্তেজিত স্থানীয় মানুষজন পথ অবরোধ শুরু করে।কাঁথি থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে দেশপ্রাণ ব্লকের ফুলেশ্বর গ্রামের সুদীপ মাহাতোর স্ত্রী পল্লবী মাহাতো স্কুটি নিয়ে কাঁথি যাচ্ছিল। সেই সময় অযোধ্যাপুর কালী মন্দিরের সামনে রাস্তার কাজ চলছিল পুরোদস্তুর ভাবে। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটি সহ চালক পল্লবী মাহাতো ছিটকে পড়ে। গুরুতর যখন অবস্থায় তাকে কাঁথি মহাকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।স্থানীয় সূত্রে জানা গেছে পল্লবীর মৃত্যু হয়েছে ঘটনাস্থলে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য নির্দেশ দেয়। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়। স্থানীয়দের দাবি এই রাস্তায় স্পিড বেকার রাখা হোক। স্থানীয় মানুষের পথ অবরোধের জেরে এই রাস্তায় দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ ছিল। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করায় পুনরায় যান চলাচল শুরু হয়।