Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শুভেন্দুদের আবার মমতার পায়েই পড়তে হবে:দেবাংশু।

খুব বেশী দিন নয়,শুভেন্দু অধিকারীদের মত লোকেদের আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়েই পড়তে হবে।বৃহস্পতিবার নন্দীগ্রামে শহীদ স্মরন অনুষ্ঠানে যোগ দিয়ে দাবি করেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃনমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য।এদিনের অনুষ্ঠানে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী,নন্দীগ্রাম জমি রক্ষা আন্দোলন কমিটির সভাপতি সেক সুফিয়ান সহ অন্যান্য তৃনমূল নেতারা উপস্থিত ছিলেন।

দেবাংশু ভট্টাচার্য্য বলেন মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী ছিলো বলেই প্রবল প্রতাপশালী বাম সরকারকে হারিয়ে সফলতা পেয়েছিলো নন্দীগ্রাম আন্দোলন।দেবাংশু অভিযোগ করেন সেদিন সিপিএমের যেই হার্মাদরা নিরীহ আন্দোলনকারীদের উপরে হামলা চালিয়েছিলো,তারাই এখন শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে।তারাই আবার শুভেন্দু বাবুর সাথে শহীদ বেদীতে মাল্যদান করছে।



সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তমলুকের তৃনমূল প্রার্থী বফ্লেন সিএএ হল এন আরসির প্রথম ধাপ।তাই গ।এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের চাপে এগোতে পারেনি নরেন্দ্র মোদী অমিত শাহরা।বলেন এখানে সিএএ লাগু হয়ে গেলে শুভেন্দু বাবুর অনুগামীদেরকেও সেই সময়ে আসামের মত ডিটেন্সান ক্যাম্পে আশ্রয় নিয়ে হবে।তখন নিজেদের ভিটেমাটি বাঁচাতে শুভেন্দু বাবুদেরকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পদতলে আশ্রয় নিতে হবে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read