পথশ্রী ৩ প্রকল্পে শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ১ ব্লকের অন্তর্গত বগুড়ানজলপাই সংসদের সরৎপুরে ঢালাই রাস্তার কাজ আরম্ভ হল। এই কাজের উদ্বোধন করলেন কাঁথি ১ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তথা কাঁথি মহকুমা মৎস্যজীবী উন্নয়ন সমিতির সভাপতি আমিন সোহেল।
উপস্থিত ছিলেন জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শতরুপা পয়্যড়া , পঞ্চায়েত সদস্য পার্থ সখা মন্ডল,বিশিষ্ট সমাজসেবী আজিজুল আলী,সুপ্রকাশ ঘোড়াই,সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই রাস্তার জন্য মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। তাছাড়াও সরাসরি মুখ্যমন্ত্রীর দপ্তরে অভিযোগ জানিয়ে এই রাস্তার অনুমোদন হয় বলে জানা গেছে।
Author: ekhansangbad
Post Views: ১২৭