পূর্ব মেদিনীপুর জেলার খেজুরির তেঁতুলতলা বাজার সংলগ্ন এলাকায় একটা বে আইনী মদের ঠেক ভাঙ্গলো রাজ্যের শাসক দলের নেতা-কর্মীরা । এই বে আইনী মদের ঠেকের কারবারিকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে শেরখানচকে পথ অবরোধ তৃণমূল কর্মীরা।তাঁরা প্রশাসনের একাংশের বিরুদ্ধে বেআইনি মাদক বিক্রিতে সহযোগিতার অভিযোগ তুলেছেন।
জানা গেছে গ্রামের কয়েক জন শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ জনেরা এই ব্যাবসা বন্ধের দাবি করলে তাঁদের ভয় দেখানো হয় । এই নিয়ে উত্তেজনা তৈরী হলে মাদক ব্যাবসার দোকানে আগুন লাগিয়ে দেয় এলাকার লোকজন।সেই সময় এই বেআইনি মাদক ব্যাবসায়ী তার সহযোগীদের নিয়ে এলাকার বাসিন্দা এক মহিলা সহ দুই ব্যক্তিকে মারধর করে বলে অভিযোগ।
এর পরেই খেজুরি দু’নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য গৌরী শংকর দাসের নেতৃত্বে দীর্ঘক্ষণ তেতুলতলা নন্দীগ্রাম রাজ্য সড়ক অবরোধ চলে। মাদক দোকানে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পরবর্তীকালে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় অবরোধকারীরা
এই আন্দোলব নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপি নেতা সুব্রত দাস বলেন
আমরা বারবার অভিযোগ করে আসছিলাম প্রশাসন এবং তৃণমূলের একাংশের মদতে বেআইনি মাদক বিক্রি এলাকায় চলছে। আমাদের অভিযোগ তৃণমূল নেতা কর্মীরাই প্রমাণ করে দিলেন।সুব্রত বাবু বলেন নিজেদের দোষ ঢাকতে নাটক করছে তৃনমূল