Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

অনুষ্ঠিত হলো ন্যাশনাল ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ।

কেকা মিত্র:- শনি ও রবিবার সর্বভারতীয় ক্যারাটে ফেডারেশন “ক্যারাটে এ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া”র অনুমোদিত অল ইন্ডিয়া ধামিকা কাই ক্যারাটে ফেডারেশনের পরিচালনায় ও এই প্রথম বিএসএফের সহযোগিতায় ন্যাশনাল ওপেন ক্যারাটে চ্যামপিয়নশিপ ২০২৪, অনুষ্ঠিত হলো কলকাতার ডানলপ মোড়ে ১৩৫ বি টি রোডের খালসা মডেল সিনিয়র সেকেন্ডারি স্কুলে। প্রতিযোগিতার উদ্বোধন করেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ প্রফেসর সৌগত রায় ও বিখ্যাত জিমন্যাস্টিক টুম্পা দেবনাথ।

উপস্থিত ছিলেন বিশিষ্ট বিজ্ঞানী পদ্মশ্রী বিমল কুমার রায়, ইস্টার্ন কমান্ড বিএসএফের ইন্সপেক্টর জেনারেল সুরজিৎ সিং গুলেরিয়া, ক্যারাটে এ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার সাধারণ সম্পাদক হানসি রজনীশ চৌধুরী, কাইয়ের রেফরি কমিশন চেয়ারম্যান সিহান তরুণ চক্রবর্তী , কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি শুভেন রাহা সহ একগুচ্ছ ক্রীড়া ও রাজনৈতিক ব্যাক্তিত্ব। উল্লেখ্য যে, ভারতের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে পাঁচ থেকে পঁয়ষট্টির প্রথম সারির ১৪০০ খেলোয়াড় অংশ নেয় এই প্রতিযোগিতায়। উক্ত অনুষ্ঠানে এক সাংবাদিক সন্মেলনে এই কথা জানালেন বিধান মল্লিক
(টুর্নামেন্ট কনভেনার)।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read