ভোট প্রচারে জমজমাট শুভেন্দু অধিকারী জেলা পূর্ব মেদিনীপুরের পটাশপুর। ভোট ঘোষণা দিনে ভোট প্রচারে নেমে পড়লেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। কাঁথি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অধিকারী পরিবারের ছেলে সৌমেন্দু অধিকারী। শনিবার ভোট ঘোষণা দিনে পায়ে হেঁটে বিভিন্ন পটাশপুরের এলাকায় জমজমাট প্রচার সারলেন সৌমেন্দু। পটাশপুর পটাশপুর এক নম্বর ব্লকের পাচুরিয়া তে একটি কর্মী সম্মেলনের মাধ্যমে ভোট প্রচার সুরু করেন সৌমেন্দ অধিকারী। এরপরে অমরপুর বাজারে কর্মীসভা করেন তিনি। ভোট প্রচারে এসে পটাশপুরে তৃণমূলের বড় ভাঙন ধরলেন তিনি।
পটাশপুরের ১২টি ৯০ জন তৃনমূল সমর্থিত পরিবার সৌমেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সভাপতি অরূপ দাস ,সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মন্ডল, জেলা বিজেপির সহ-সভাপতি তাপস মাজি মন্ডল সভাপতি স্বপন পাহাড়ি, জেলা সম্পাদক স্বপন দাস প্রমুখ।