নির্বাচনী নির্ঘন্ট প্রকাশের পরের দিনই রাজ্যের শাসকদলের প্রার্থীর হয়ে জোরকদমে দেওয়াল লিখন ও দলীয় পতাকা লাগিয়ে ভোট প্রচার করলেন তৃণমূল নেতা, কর্মী ও সমর্থকেরা। মেদিনীপুর লোকসভার তৃণমূল প্রার্থী জুন মালিয়ার সমর্থনে দিকে দিকে দেওয়াল লিখন ও তৃণমূলের দলীয় পতাকা লাগিয়ে নির্বাচনী প্রচার শুরু করে দিলেন তৃণমূলের নেতা, কর্মী ও সমর্থকেরা।
রবিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লক আইএনটিটিইউসি’র সভাপতি শেখ রেজাউল হোসেনের নেতৃত্বে ডোমপুকুর এলাকায় মেদিনীপুর লোকসভার তৃণমূল প্রার্থী জুন মালিয়ার সমর্থনে নির্বাচনী প্রচার করা হয়। পাশাপাশি বাড়ি-বাড়ি জনসংযোগ এবং রাজ্য সরকারের বিভিন্ন কর্মসূচির সাফল্য প্রচারের নির্দেশ দেওয়া হয়।
আগামী সোমবার মেদিনীপুর লোকসভার তৃণমূল প্রার্থী জুন মালিয়া দিনভর এগরা বিধানসভা এলাকায় ভোট প্রচার করবেন বলে জানান তৃণমূল নেতা শেখ টুটুল।
Author: ekhansangbad
Post Views: ১০৮