Select Language

[gtranslate]
৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রামনগর-৪ মন্ডলের কালিন্দী অঞ্চলে দলীয় কার্যকর্তাদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হলো।

পূর্ব মেদিনীপুর জেলার বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার রামনগর বিধানসভার অন্তর্গত,রামনগর-৪ মন্ডলের কালিন্দী অঞ্চলে দলীয় কার্যকর্তাদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। পূর্ব পুরুষোত্তমপুর লক্ষ্মী-নারায়ণ মন্দিরে পুজো দিয়ে, কালিন্দী অঞ্চলের দলীয় কার্যকর্তা সম্মেলনে উপস্থিত হলেন কাঁথি লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী সৌমেন্দু অধিকারী।
উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন বর্ষিয়ান সাংসদ শিশির অধিকারী,জেলা সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মন্ডল, জেলা সহ-সভানেত্রী বনশ্রী মাইতি,রামনগর-৪ মন্ডলের সভাপতি বিবেকানন্দ পাত্র সহ মন্ডলের কার্যকর্তা ও দলীয় নেতৃবৃন্দ এবং সমর্থকগন।
উক্ত সম্মেলনে বালিসাই অঞ্চলের,সিপিআইএম দল ত্যাগ করে তেইশটি পরিবার, এবং তৃণমূল কংগ্রেস দল ত্যাগ করে কালিন্দী অঞ্চলের ছয়টি সংখ্যালঘু পরিবার ভারতীয় জনতা পার্টির আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগদান করেন। প্রসঙ্গত উল্লেখ্য যে উক্ত কালিন্দী অঞ্চল থেকে কিছুদিন আগেই ষোলজন নেতৃত্ব সহ দুইশত সংখ্যালঘু পরিবার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলেন। বিজেপি নেতৃত্বের দাবি এভাবেই তৃণমূলের ভাঙন ধরছে। তৃণমূলের স্থানীয় নেতৃত্ব জানিয়েছেন এতে তৃণমূলের কোনো ক্ষতি হবে না। মানুষ তৃণমূলের উন্নয়নের পাশে আছেন সেই কারণে মানুষ ভোট দেবেন মমতা ব্যানার্জির উন্নয়নের নিরিখে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read