কেকা মিত্র : হাওড়া জেলার ডোমজুড় ব্লকের জোতগিরি গ্রাম বিভিন্ন খেলায় পারদর্শীতা দেখিয়ে আসছে দীর্ঘদিন ধরে। ফুটবল, ভলিবল,ব্যাডমিন্টন, ক্রিকেটে এই গ্রামের পরিচিতি সুবিখ্যাত। বড় বড় টুর্নামেন্ট ও হয়ে থাকে এই গ্রামে। সেই রকমই একটি ভলিবল প্রতিযোগিতা ১৭ মার্চ অনুষ্ঠিত হয়ে গেল জোতগিরি মহাবীর ব্যায়াম সমিতির সংঘ ময়দানে। নৈশ আলোকে আট দলীয় এই ভলিবল প্রতিযোগিতায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় সারপ্রাইজ ডিভিশন ও ফুরফুরা ভলিবল দল।
ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন সুপরিচিত রেফারি শুভময় বসু। প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের ম্যাচে মুখোমুখি হয়েছিল বাকসা সুপার সিক্স ও কুমড়োগড় এস কে ডি। ফাইনাল খেলায় কুমড়োগড় এস কে ডি ২-১ গেমে বাকসা সুপার সিক্স কে পরাজিত করে চ্যাম্পিয়নের শিরোপা মাথায় তোলে।
Author: ekhansangbad
Post Views: ১২৪