পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে সোমবার সকালে বাস উল্টে দুর্ঘটনার জেরে আহত হয় ১৪ জন। তাদেরকে উদ্ধার করে চিকিৎস্যার জন্যে নিয়ে আসা হয়েছে তাম্রলিপ্ত গর্ভমেন্ট মেডিকেল কলেজে।
তমলুকে প্রায় সকাল ১০:৪০ নাগাদ মেচেদা থেকে হলদিয়ার দিকে যাওয়ার সময় রাধামনি বাসস্ট্যান্ডের পরেই গৌরাঙ্গপুর এলাকায় হলদিয়া মেচেদা বাস উল্টে যায়। আহত হয় বাসের ভেতরে থাকা যাত্রীরা। দুর্ঘটনাস্থলে পৌঁছায় জাতীয় সড়কের এম্বুলেন্স ও তমলুক থানার পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার করে ১৪ জন কে নিয়ে আসা হয় তাম্রলিপ্ত গভমেন্ট মেডিকেল কলেজে, যার মধ্যে রয়েছে দুজন মহিলা ও চারজন বাচ্চা। দুর্ঘটনায় চিকিৎসা করেন গভর্মেন্ট মেডিকেল কলেজের জরুরী বিভাগে চিকিৎসকরা
Author: ekhansangbad
Post Views: ১৩৪