পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা আসনের সিপিএমের প্রার্থী সায়ন ব্যানার্জি।
মঙ্গলবার এই লোকসভা আসনের অন্তর্গত নন্দকুমার বিধানসভা এলাকায় মিছিলে মোটরবাইক চালিয়ে প্রচার সারলেন সায়ন। এখানকার পানিসিতি- কালিরহাট এলাকায় মিছিল-পথসভা করে প্রচার চালান বাম প্রার্থী।
Author: ekhansangbad
Post Views: ৮১