Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মিলন মঞ্চের আয়োজনে মা মঙ্গলচন্ডীর পূজার্চনার মধ্য দিয়ে শুরু হলো গ্রামীণ উৎসব।।

মা মঙ্গলচন্ডীর পূজার্চনার মধ্য দিয়ে সাড়ম্বরের শুরু হল পূর্ব মেদিনীপুর জেলার রামনগর এক ব্লকের দহদয়া গ্রামের মিলন মঞ্চের আয়োজনে গ্রামীণ উৎসব। মঙ্গলবার দিনভর চলে মা মঙ্গলচন্ডীর আরাধনা পূজা পাট, হোম, ভোগারতি, অঞ্জলি দান এবং প্রসাদ বিতরণ। সব মিলিয়ে এলাকাবাসী মেতেছে গ্রামীণ উৎসবে। বুধবার থেকে শুরু হবে গৌরাঙ্গ মহাপ্রভুর পূজার্চনা সেবা ও নিরবিচ্ছিন্ন তারকব্রহ্ম নাম সংকীর্তন। প্রায় দশ হাজার মানুষের অন্ন মহোৎসবের আয়োজন করা হয়েছে বলে জানালেন এই উৎসবের আয়োজক দের অন্যতম কর্মকর্তা নির্মাল্য দে।

তিনি বলেন এই অনুষ্ঠানকে ঘিরে বৈচিত্রে ভরা নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রা, কীর্তন গান, বিচিত্রা অনুষ্ঠান সহ অন্যান্য বিষয়। এই অনুষ্ঠান আয়োজকদের মধ্যে অন্যতম উদ্যোক্তা গৌরাঙ্গ পাত্র, সুব্রত জানা, সত্যব্রত দাস অধিকারী সহ অন্যান্য বিশিষ্টজন। সব মিলিয়ে উৎসবকে অন্য মাত্রা যোগাচ্ছে এলাকাবাসীর অকৃপণ সহযোগিতা এবং যোগদান। এলাকাবাসীর সহযোগিতা ও যোগদান কে কুর্নিশ জানিয়েছেন আয়োজক মিলন মঞ্চের পক্ষ থেকে গৌরাঙ্গ পাত্র, সুব্রত জানা, সত্যব্রত দাস অধিকারী ও নির্মাল্য দে। এই ধরনের অনুষ্ঠান দীর্ঘদিন ধরে চলে আসায় এলাকাবাসী খুশি বলে জানা গেছে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read