কৃষি উন্নয়ন সমবায় সমিতির অর্থ তছরূপের অভিযোগে গ্রেপ্তার হলো সমিতির ম্যানেজার। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার সুতাহাটা থানার বাঁশখানা সত্যনারায়ণ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে। অভিযোগ এই সমিতির ম্যানেজার বিকাশ বেরা প্রায় ১৪ লক্ষ টাকা বা তারও বেশি অর্থ তছরূপ করেছে। অভিযোগ গ্রাহকদের কাছ থেকে টাকা সমিতির রশিদ দিয়ে জমা নিয়েছে কিন্তু সেই টাকা সমিতির কোষাগারে জমা পড়েনি। পাশাপাশি গ্রাহকদের স্বাক্ষর জাল করে সমিতি থেকে টাকা তুলেছে। এইভাবে প্রায় ১৪ লক্ষ এরও বেশি টাকা তছরুপ করেছে। এই ঘটনা জানার পরে সমিতির পরিচালকমন্ডলী অভিযুক্ত ম্যানেজারকে নিয়ে একটি আলোচনায় বসে। সেই আলোচনায় টাকা নেওয়ার ঘটনা স্বীকার করে ম্যানেজার বিকাশ বেরা। তিনি বলেন পরবর্তীকালে এই টাকা ফেরত দিয়ে দেবে।
দীর্ঘদিন এই টাকা ফেরত না দেওয়ায় কর্তৃপক্ষ চাইতে গেলে ওই টাকা সে দিতে পারবে না বলে সাফ জানিয়ে দেয়। তারপরেই রবিবার সমবায় সমিতির পরিচালক মন্ডলীর সম্পাদক গুরুপদ গুছাইত হলদিয়ার সুতাহাটা থানায় ম্যানেজারের বিরুদ্ধে অর্থ তছরূপ আত্মসাৎ এর অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নামে। অভিযান চালিয়ে রবিবার সন্ধ্যায় ম্যানেজার বিকাশ ব্যারাকে গ্রেফতার করে সুতাহাটা থানার পুলিশ। সোমবার হলদিয়া মহকুমা আদালতে ধৃতকে তোলা হয়।আদালতে পুলিশ বিকাশ বেরা কে ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন করে। বিচারক আগামী ২৭ মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং গ্রাহকদের মধ্যে আর্থিক নিরাপত্তা নিয়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে।