প্রবল বর্ষার মধ্যে যাত্রীবাহি বাসের সাথে লরির মুখোমুখি সংঘর্ষ,রাজ্য সড়কে আবারো ভয়াবহ দুর্ঘটনায় আহত হল একাধিক বাস যাত্রী ।এদের মধ্যে আছে বহু মহিলা ও শিশু। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার সকালে ললাট জনকা রোডে আড়গোয়াল বাস স্ট্যান্ডের কাছে।
দুর্ঘটনাস্থলে থাকা স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে।
তাঁদের দাবি বাসটি হাওড়া থেকে দিঘা যাচ্ছিল তখনই আড়গোয়াল বাজারে একটি লরি সামনাসামনি এসে ধাক্কা মারে। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় বাসটির । ছুটে আসে স্থানীয়রা, তারই মধ্যে ক্ষতিগ্রস্ত বাস থেকে নেমে পড়ে একাধিক যাত্রী।এরপর আহত বেশ কয়েকজন যাত্রীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
অভিযোগ দুর্ঘটনার দীর্ঘক্ষন পরে আসে পটাশপুর থানার পুলিশ এর ফলে ব্যস্ততম এই রাস্তায় সৃষ্টি হয় যানজট।
তবে স্থানীয়দের দাবি, নিয়মিত ট্রাফিক পরিষেবা থাকলে এই ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। স্বভাবতই আবারো রাজ্য সড়কের উপর দুর্ঘটনার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।