প্রদীপ কুমার সিংহ :- আসন্ন লোকসভা নির্বাচনের দমামা বেজে গেছে। প্রত্যেক রাজনৈতিক দলের তাদের প্রচার তুঙ্গে রেখেছে পশ্চিমবাংলা। কিন্তু বিজেপির পক্ষ থেকে এখনো ২২ টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করতে পারিনি। কুড়িটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দুটি আসনে এই নাম ঘোষণা করেছে। মঙ্গলবার রাতে পশ্চিম বাংলা বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বিজেপি যাদবপুর জেলা সংগঠন বারুইপুরের কার্যালয় আসে। কর্মীদের সঙ্গে ও নেতাদের বৈঠক করে কার্যালয়ে বসে নির্বাচনী সংক্রান্ত ব্যাপারে তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়। সাংবাদিকরা প্রশ্ন করেন ভাঙ্গড়ের লোকসভা ভোটে বিজেপির কেমন ফল করবে তার পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী বলেন আসন্ন লোকসভা ভোটে ভাঙ্গরে তৃণমূল তৃতীয় স্থান অধিকার করবে। যাদবপুর লোকসভা কেন্দ্রের কিছু জায়গায় দলের সংগঠন দুর্বল হলেও জেলা নেতৃত্ব বিষয়টি দেখছেন।
যাদবপুরে তৃণমূল প্রার্থী সম্পর্কে বলেন , যাদবপুরের তৃণমূল প্রার্থী সম্পর্কে বলতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন যে প্রার্থীকে দক্ষিণ আসানসোল রিজেক্ট করেছে তাকে যাদবপুরের মানুষও রিজেক্ট করবে। যাদবপুরের মানুষ শিক্ষিত, সচেতন তারা এই প্রার্থীকে মেনে নেবেন না।
ভোটারদের উদ্দেশ্যে বার্তা দেন আরামবাগের জনসভায় নরেন্দ্র মোদি বলেছেন ৪২ টি আসনের মধ্যে ৪২ টিই এনডিএ জোটকে দিন। তাহলেই বিধানসভা নির্বাচনে এই রাজ্য থেকে তৃণমূলের বিদায় সম্ভব। এই রাজ্যে ডবল ইঞ্জিন সরকার এলে আরো বেশি উন্নয়ন হবে বলে দাবি জানান শুভেন্দু অধিকারী।
দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শাসক সমিত গুপ্তা বলেছিলেন যে আসন্ন লোকসভা নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনা জেলার ফিফটি পার্সেন্ট বুথে ওয়েব ক্যামেরা লাগানো হবে সেই পরিপ্রেক্ষিতে জেলাশাসক সম্পর্কে সাংবাদিকদের তিনি বলেন দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসকের অবিলম্বে বদল চাই। এই জেলার প্রতিটি বুথেই ওয়েব ক্যামেরার দাবি জানান তিনি।
তবে এবারে রাম নবমীর মিছিল -এবারের ১৭ই এপ্রিল রামনবমীর মিছিলে কোথাও ঝামেলা হবে না বলে দাবি শুভেন্দুর। তার বক্তব্য তার আগেই সমস্ত গুন্ডারা জেনে যাবে।
শওকত মোল্লাকে নিয়ে প্রশ্ন করলে তার জবাবে বলেন শওকত মোল্লা আরেকটা শাজাহান এর কোন যোগ্যতা নেই । ডায়মন্ড হাবরায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কে নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন ডায়মন্ডহারবারের সবাই বিজেপিকেই ভোট দেবে।
দলীয় নেতাদের নিয়ে যে বৈঠক করেছিল সেই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সভাপতি, যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী, বিভিন্ন মণ্ডল সভাপতি সহ দলীয় কর্মীরা। বৈঠক ছেড়ে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এইসব বলেন বিরোধী দলনেতা।