পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে অতি বর্ষণে মাঠে জল জমায় এগরা সহ পার্শ্ববর্তী এলাকার কয়েকশো বিঘে বাদাম চাষ নষ্টের মুখে।এরজেরে হতাশার মধ্যে পড়েছে বাদাম চাষিরা। হাজার হাজার টাকা খরচ করে বাদাম চাষিরা চাষে নেমেছিল কিন্তু হঠাৎ করে নিম্ন চাপের ফলে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ায় মাথায় হাত পড়েছে ক্ষতিগ্রস্ত বাদাম চাষ চাষীদের।এই অবস্থায় তাঁরা কি করবে তা ভেবে উঠতে পারছে না।
চাষীরা আরো চিন্তায় পড়েছে কারন আবওহাওয়া দফতর সুত্রে জেনেছে নিম্নচাপের জেরে আরো কয়েকদিন ধরে বর্ষা হবে । এই অবস্থায় তাঁরা কি কিরবেন বুঝে উঠতেভপারছেন না বলে জানিয়েছেন হতাশাগ্রস্থ বাদাম চাষিরা।
Author: ekhansangbad
Post Views: ১০৭