প্রতিবন্ধী ছাত্রের অকাল প্রাণে বিদ্যালয়ের পঠন পাঠন বন্ধ রেখে শোক শ্রদ্ধা জানানো হয় বুধবার। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরের ১৮ নম্বর ওয়ার্ড পদ্মপুকুরিয়ার বাসিন্দা তথা কন্টাই টাউন রাখাল চন্দ্র বিদ্যাপীঠের নবম শ্রেণীর ছাত্র যীশু জানা হঠাৎ করে শ্বাসকষ্ট অনুভব করে। পরিবারের লোকেরা মঙ্গলবার তাকে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয় বলে পরিবার সূত্রে জানা গেছে। মৃত্যু সংবাদ বিদ্যালয়ে এলে প্রধান শিক্ষক নির্মল কুমার আদক শোকসভার পরে বিদ্যালয়ের পঠন পাঠন বন্ধ করে দেন।
তারপর প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক অশিক্ষিকা প্রয়াত ছাত্রের বাড়িতে গিয়ে সমবেদনা জানান। সূত্রের খবর যীশু থ্যালাসেমিয়া রোগে ভুক্ত এবং প্রতিবন্ধীও বটে। পড়াশোনার জন্য তার মা তাকে প্রতিদিন কোলে করে বিদ্যালয়ে পৌঁছে দিয়ে যেতেন আবার পঠন পাঠন শেষ হলে তাকে কোলে করে বাড়ি নিয়ে যেতাম। তার মৃত্যুতে পরিবারে সুখের ছায়া নেমে আসে।