Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ৩ ব্লকের ডিঙ্গল বেড়া।

দেশপ্রাণ প্রাথমিক বিদ্যালয় এ বিশ্ব জল দিবস উদযাপিত হল শুক্রবার। এই উপলক্ষে এদিন ইন্ডিয়ান ফার্মার ফার্টিলাইজার কো-অপারেটিভ লিমিটেড পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের উদ্যোগে সামাজিক কার্যক্রম হয়। ছাত্রছাত্রীদের পাঠ সামগ্রী ও স্কুলের জন্য দুটি বাদ্যযন্ত্র তুলে দেন ইফকো জেলা আধিকারিক মৃনাল বর্মন। পৌরাহিত্য করেন কমিটির সভাপতি প্রাক্তন গ্রাম প্রধান ও গ্রাম সদস্য স্বপন মাইতি। সম্মানীয় অতিথি ছিলেন সদ্য অবসরপ্রাপ্ত ইফকোর রাজ্য বিপণন আধিকারিক স্বপন রায়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৌশিক জানা, তপন জানা, বিদ্যালয় এর শিক্ষিকা মনীষা রায়, তনুশ্রী প্রমুখ ।

জেলা অধিকারী তার বক্তব্যে এই কোম্পানির সাফল্য, কৃষি তে এর গুরুত্ব ও নানা সামাজিক কর্মসূচির কথা তুলে ধরেন। শুধু কৃষি নয় মানব জীবনে ও জল অনেকটাই গুরুত্বপূর্ণ। জ ল সম্পদ রক্ষা ও জল সংরক্ষণের কথা উঠে আসে অতিথিগণের বক্তব্যে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অনুপমা দাস সকল কে ধন্যবাদ জানান।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read