Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিদ্যুৎ গ্রাহকদের বিভিন্ন দাবি নিয়ে ডেপুটেশন এবং বিক্ষোভ প্রদর্শন।

স্মার্ট প্রিপেড মিটার ও টিওডি সিস্টেম বাতিল, বর্ধিত ফিক্সড ও মিনিমাম চার্জ প্রত্যাহার সহ বিদ্যুৎ গ্রাহকদের বিভিন্ন দাবি নিয়ে আজ দপ্তরের নন্দকুমার কাস্টমার কেয়ার সেন্টারের স্টেশন ম্যানেজারের অফিসে অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমারস অ্যাসোসিয়েশন (অ্যাবেকা)’র পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন দেওয়া হয়। সাথে সাথে গ্রাহকরা ব্যক্তিগতভাবে ‘স্মার্ট মিটার চাই না’ এই মর্মে ১০২ জন বিদ্যুৎ গ্রাহক দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ারকে গণ দরখাস্ত প্রদান করেন। শতাধিক বিদ্যুৎ গ্রাহক মিছিল করে কাস্টমার কেয়ার সেন্টারের সামনে বিক্ষোভ দেখায়। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা অফিস সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক,ব্লক সভাপতি সুনীল ঘোড়াই। কর্মসূচীতে নেতৃত্ব দেন অ্যাবেকার জেলা কমিটির সহঃ সভাপতি প্রণব মাইতি, নন্দকুমার কাস্টমার কেয়ার সেন্টারের নেতৃত্ব ঈশ্বর চক্রবর্তী,ডাঃ গোকুল চন্দ্র মল্লিক,মঞ্জুরী মোহন মাইতি প্রমূখ।
নারায়নবাবু বলেন,গ্রাহকস্বার্থবিরোধী স্মাটলি টাকা লুট করার যন্ত্র ওই স্মার্ট প্রিপেইড মিটার চালু করে জনগণের পকেট যথেচ্ছভাবে লুট করা হবে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় গ্রাহক প্রতিরোধে স্মার্ট প্রিপেইড মিটার লাগানো থেকে বিরত থাকতে বাধ্য করো গিয়েছে দপ্তরের কর্মচারীদের। ফলে সর্বত্র গ্রাহক কমিটি গড়ে তোলার আহ্বান জানান উনি।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read