লোকসভা নির্বাচনের চুক্তিভিত্তিক কর্মীদের ভোটের কাজে ব্যবহার করা যাবেনা ঘোষণা করেছে নির্বাচন কমিশন ।এর পরেও বিভিন্ন কাজে ব্যাবহার করা হচ্ছে চুক্তিভিত্তিক কর্মীদের ।এর প্রতিবাদে ও লোকসভা নির্বাচনে কাজ থেকে অব্যাহতি চেয়ে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ ব্লকের বিডিও কাছে ডেপুটেশন দিল এম জি এন আর ই জি এস অর্থাৎ ১০০ দিনের কাজের এর চুক্তিভিত্তিক কর্মীরা।
এদিন পটাশপুর ২ নং ব্লকের এবং এই ব্লকের অর্ন্তগত ৭ টি গ্রাম পঞ্চায়েতর ১০০ দিনের প্রকল্পের চুক্তিভিত্তিক কর্মীরা ডেপুটেশন দেয়।
পটাশপুর ২ ব্লকের চুক্তিভিত্তিক কর্মীদের দাবি বিগত ২০০৭ সাল থেকে ১০০ দিনের কাজের সঙ্গে যুক্ত থাকলেও, সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প যেমন – দুয়ারে সরকার, সমস্যার সমাধান, বিভিন্ন প্রকার ভাতা প্রদান প্রকল্প, পি এম এ ওয়াই, স্বচ্ছ ভারত মিশন এছাড়াও জন্ম মৃত্যু শংসা পত্র প্রদান, পাড়া- বৈঠক এক বিভিন্ন প্ল্যান পোর্টালে ডাটা এন্ট্রির কাজ করতে হয় ।
সম্প্রতি গত ১৬ মার্চ ভারতের মুখ্য নির্বাচনী আধিকারিক, লোকসভা নির্বাচন ২০২৪ এর জন্য সংবাদ মাধ্যমে ঘোষনা করেছেন চুক্তিভিত্তিক কর্মীদের নির্বাচনের কাছে ব্যবহার করা যাবে না।
তাই আজ শুক্রবার পটাশপুর ২ ব্লকের এম জি এন আর ই জি এস এর সমস্ত চুক্তিভিত্তক কর্মীরা একসাথে এসে পটাশপুর ২ ব্লকের বিডিও শঙ্খ ঘটক এর নিকট ডেপুটেশন দিল, আসন্ন নির্বাচনের বিভিন্ন কার্যকলাপ থেকে অব্যাহতি পাওয়ার জন্য।