এবার চন্ডীপুরে বিজেপিকে ঝটকা দিলেন কাঁথি লোকসভা কেন্দ্রের তৃনমূল প্রার্থী উত্তম বারিক। তৃনমূল প্রার্থীর হাত ধরে গেরুয়া পতাকা ছেড়ে বিজেপি কর্মীরা যোগ দিলো জোড়াফুলে।
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত চন্ডীপুর ব্লক ।এর বৃন্দাবনপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে রাধাগঞ্জ বাজারে শুক্রবার তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা হয়।সেই সভায় ৩০ জন বিজেপি কর্মীদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিলেন উত্তম বারিক।
উত্তম বলেন কোন ধর্মীয় ভেদাভেদ নয়।মানুষ উন্নয়ন চায়।আর মমতা ব্যানার্জীর হাত ধরে উন্নয়নের যজ্ঞ চলছে সারা রাজ্য জুড়ে।সেই উন্নয়ন যজ্ঞে যোগ দিতেই এই মানুষেরা তৃনমূলে যোগ দিলেন।
Author: ekhansangbad
Post Views: ১২৩