লোকসভা নির্বাচনের দিনক্ষন ঘোষণা হয়েছে।সেই লোকসভা নির্বাচনে কে সামনে রেখে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির বর্ধিত সভা এগরা মহকুমা শাখার উদ্যোগে রবিবার পটাশপুর হাড়োচরণ বিদ্যাপীঠে হয় ।
সভা থেকে সংগঠনের সদস্য কনক কান্তি দাস লোকসভা নির্বাচনে কাঁথি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী উত্তম বারিক ও মেদিনীপুর লোকসভা কেন্দ্রর তৃণমূল কংগ্রেস প্রার্থী জুন মালিয়াকে ভোট দেওয়ার আবেদন জানান।
উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিসদে সদস্য মৃনাল কান্তি দাস,সুলেখা গিরি সাঁতরা, টিকরাপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভার প্রাপ্ত প্রধান শিক্ষক রাজীব পণ্ডা,পটাশপুর
হাড়োচরণ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শেখ মুর্ষেদ আলি,পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য গোলোকেশ নন্দ গোস্বামী,পটাশপুর ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মাইতি প্রমুখ।
এই বর্ধিত সভায় এগরা মহকুমা তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির শিক্ষক ও শিক্ষিকা বৃন্দরা অংশ নেন।