প্রদীপ কুমার সিংহ :- সৃজন ভট্টাচার্য যাদবপুর লোকসভা সিপিআইএম প্রার্থী রবিবার সকালে কালিকাপুর চম্পাহাটি এবং বিকালে বারুইপুরে একটি রোড শো করেন।
সুজন ভট্টাচার্যকে সাংবাদিকরা প্রশ্ন করেন যে সায়নী ঘোষ শিব মন্দিরের শিবলিঙ্গের পুজো করেছে সেই সম্পর্কে বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলী কটাক্ষ করেছে এই প্রসঙ্গের সৃজন ভট্টাচার্য বলেন বিজেপি ও তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করে মূল ভাবনা থেকে বেরিয়ে যাচ্ছে।। মানুষের সমস্যার কথা কিছু বলছে না কিভাবে সমস্যার সমাধান করা যায় তাই না বলে একটা পুরনো কাসুন্দী ঘাটছে বিজেপি প্রার্থী। তুমি আরো বলেন যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে যদি নির্বাচিত হতে পারি তাহলে বাড়ির পুল রেলগেট এর ব্যবস্থা সাবহে ব্যবস্থা গড়িয়া থেকে বারুইপুর পর্যন্ত মেট্রো সম্প্রসারণ মানুষ যাতে স্বাচ্ছন্দে থাকতে পারে তারই ব্যবস্থা কর।
বারুইপুর বিকেলে বারুইপুর পদ্মপুর থেকে বাড়িতে পর্যন্ত পদযাত্রা করে সিপিআইএম কর্মীদের নিয়ে সেই সঙ্গে প্রতিটি মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করেন সৃজন ভট্টাচার্য।