পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের নেগুয়াতে ব্লক তৃণমূলের দলীয় কার্যালয়ে বর্ধিত কর্মী সভা অনুষ্ঠিত হল। রবিবার বিকেলে এই সভার আয়োজন করা হয়। দলীয় সূত্রের খবর, বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সবাই সঙ্গে নিয়ে মেদিনীপুর লোকসভার তৃণমূল প্রার্থী জুন মালিয়াকে বিপুল ভোটে জেতাতে হবে। পাশাপাশি দলের স্বার্থে কাজ করতে হবে।
এদিনের সভায় উপস্থিত ছিলেন এগরা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ, ঋষি বঙ্কিম চন্দ্র গ্রাম পঞ্চায়েতের অঞ্চল তৃণমূল সভাপতি যোগেন্দ্রনাথ মাইতি, দলের ব্লক আইএনটিটিইউসি’র সভাপতি বীরেন মাইতি, দলের অঞ্চল যুব তৃণমূল সভাপতি অনির্বাণ গায়েন, স্বপন প্রামাণিক, মাণিক বেরা, অর্ধেন্দু দাস মহাপাত্র, ননীগোপাল জানা, আশীষ গায়েন প্রমুখ।
Author: ekhansangbad
Post Views: ৮৯