রাতের অন্ধকারে রেশন সামগ্রী পাচারের আগেই এলাকাবাসীর হাতে অটক হলো রেশন সামগ্রী ভর্তি দুটি গাড়ি । এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হল পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ১ ব্লকের সাত মাইলে। শনিবার গভীর রাতে একটি বড় এবং একটি ছোট গাড়িতে করে রেশন সামগ্রী নিয়ে যাচ্ছিল। সেই সময় সাতমাইল বাজারের উপর স্থানীয় মানুষজন গাড়ি দুটিকে আটক করে। তার চালককে জিজ্ঞাসাবাদ করলে সঙ্গতিহীন উত্তর দেওয়ায় সন্দেহ হয় এবং গাড়ি দুটিকে আটক করে।
স্থানীয় মানুষজন গাড়ি দুটি আটক করে কাঁথি থানায় খবর দেয়।খবর পেয়ে কাঁথি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি গাড়ি ও তার চালককে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ সূত্রে খবর এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা জিজ্ঞাসার মাধ্যমে তদন্ত চলছে। সূত্রের খবর প্রায় মাস ছয়েক আগে গাড়ি ভর্তি রেশন সামগ্রী পিছাবনীর স্থানীয় মানুষজন পাচারের আগে আটক করে। সেই ঘটনার সঙ্গে এই ঘটনার যোগসূত্র আছে কিনা পুলিশ খতিয়ে দেখছে। সূত্র মারফত জানা গেছে একটি দালাল চক্র এই ধরনের রেশন সামগ্রী পাচার করে। সেই পাচার চক্রের কাজ রেশন সামগ্রী বিভিন্ন জায়গায় পাচার করা। এর সঙ্গে অন্য কেউ যুক্ত আছে কিনা সন্ধান করছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে রেশন ডিলার পলাতক। এই ঘটনাকে ঘিরে তোলপাড় শুরু হয়েছে প্রশাসনিক মহলে। তবে গাড়িগুলি কোথা থেকে আসছিল এবং কোথায় যাচ্ছিল তার সঠিক খবর এখনো উদ্ধার করা যায়নি।