Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নৃত্যমল্লিকা ইনস্টিটিউশন ও ঋষি বঙ্কিম চন্দ্র স্মৃতি রক্ষা কমিটির সহযোগিতায় পালিত হল বসন্ত উৎসব।

শান্তিনিকেতনের ঢঙে গানের তালে তালে ছোটরা নৃত্য পরিবেশন করার পাশাপাশি এলাকা পরিক্রমা করলেন, আবিরের রঙে নিজেদের রাঙালেন এবং আনন্দে মেতে উঠলেন। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নম্বর ব্লকের নেগুয়া নৃত্যমল্লিকা ইনস্টিটিউশন এর উদ্যোগে ও ঋষি বঙ্কিম চন্দ্র স্মৃতি রক্ষা কমিটির সহযোগিতায় পালিত হল বসন্ত উৎসব। এখানকার বাচ্চাদের হাতের আঁকা অসাধারণ, তেমনি নাচে, গানে মুগ্ধ করে এদের প্রতিভা। তাই সব অনুষ্ঠান পালনের চেষ্টা চলে এখানে যাতে বাইরের আর পাঁচটা ছোট ছেলেমেয়েদের সঙ্গে মিশে এদের তৈরি হয় আত্মবিশ্বাস। তবে নাচে, গানে, কবিতায় এরা মন জয় করে নিল সবার। “নবীন প্রাণের বসন্তে, ওরে আয় রে”- দোল উৎসবের সকালে মেতে উঠলো কচিকাঁচারা। প্রেমের উৎসব দোল। আরও রঙিন হওয়ার উৎসব দোল। আকাশে বাতাসে তখন আবীর উড়ছে। সেই আবীরে মেতে উঠেছেন আট থেকে আশি, সকলেই।

নেগুয়াতে সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে মালা দিয়ে প্রভাত ফেরির মধ্যে দিয়ে দোলযাত্রার অনুষ্ঠানে অন্যদের সঙ্গে নৃত্যানুষ্ঠানে সামিল হল কচিকাঁচারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঋষি বঙ্কিম চন্দ্র গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান প্রতিমা দাস প্রধান, স্থানীয় পঞ্চায়েত সদস্য দেবব্রত ঘোড়াই, বিশিষ্ট সমাজসেবী কালীপদ সাহু, তমালিকা সাহু, ননীগোপাল জানা, সন্দীপ দাস মহাপাত্র, সুদীপ্ত দাস প্রমুখ।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read