Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেছে গেরুয়া শিবির।

অবশেষে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেছে গেরুয়া শিবির।ভারতী ঘোষ কিংবা এলাকার বর্তমান সাংসদ দিলীপ ঘোষের প্রার্থী হওয়ার জল্পনা উড়িয়ে এই কেন্দ্রে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে অগ্নিমিত্রা পলের নাম।

এই মেদিনীপুর লোকসভা সিটের জন্য নাম উঠে এসেছিল একসময়ের আইপিএস অফিসার তথা বিজেপি সভানেত্রী ভারতী ঘোষের। আবার কানঘুষ শোনা যাচ্ছিল এই মেদিনীপুর লোকসভার জন্য প্রার্থী হতে চলেছেন অধিকারী পরিবারের একজন। কিন্তু সেই সব জল্পনা উড়িয়ে শেষ পর্যন্ত ফ্যাশন ডিজাইনার এবং বিজেপির মহিলা নেত্রী বিধায়ক অগ্নিমিত্রা পলের উপরই ভরসা রাখল পদ্ম শিবির। প্রথম ২০ জনের তালিকা থেকে আসানসোল কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী নাম প্রত্যাহার করে নেন। তার ফলে বাকি ২৩ টি আসনের মধ্যে ১৯ টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে, যার মধ্যে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে এই অগ্নিমিত্রা পলের নাম ঘোষণা করে তারা।

সোমবার সকাল থেকেই মেদুনীপুরের ১৪ নম্বর ওয়ার্ডে সাহেবপুকুর চক এলাকায় দেওয়াল লিখতে নেমে পড়ে বিজেপি কর্মী সমর্থক ও নেতৃত্ব। মূলত মেদিনীপুর সাংগঠনিক জেলার যুব সভাপতি আশীর্বাদ ভৌমিক এর নেতৃত্বে এলাকার যুব মোর্চার কর্মীরা উৎসাহে দেওয়াল লিখন করেন এবং তাতে বিপুল ভোটে জেতানোর আবেদন জানিয়ে তারা পদ্মফুল আঁকেন। এ বিষয়ে বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলা যুব সভাপতি আশীর্বাদ ভৌমিক বলেন
আমাদের প্রার্থী অগ্নি মিত্রা পলের নাম ঘোষণা করেছে সর্বভারতীয় বিজেপি নেতৃত্ব আমরা খুশি। আমরা এই মেদিনীপুর থেকেই লক্ষাধিক ভোটে জেতাব অগ্নিমিত্রা পলকে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read