Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্দেমাতরম ক্লাবের ৫৪ তম বর্ষের বসন্ত উৎসব।

বর্ণময় ঐতিহ্যবাহী বসন্ত উৎসবের সূচনা হলো পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ১ ব্লকের সাবাজপুট গ্রাম পঞ্চায়েতের সাবাজপুট গ্রামে। দোল পূর্ণিমার শুভ সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা এলাকা পরিক্রমার মধ্য দিয়ে বন্দেমাতরম ক্লাবের ৫৪ তম বর্ষের বসন্ত উৎসবের শুভ সূচনা হয় সোমবার। বর্ণাঢ্য শোভাযাত্রায় রবীন্দ্র,নজরুল ও লোকসঙ্গীতের মূর্ছনার তালে তালে নৃত্য ও আবির খেলায় মেতে উঠে গ্রামবাসী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবাজপুট বন্দেমাতরম ক্লাবের সভাপতি তথা কাঁথি পুরসভার পুরো প্রধান সুপ্রকাশ গিরি, প্রবীণ ও প্রাক্তন শিক্ষক সুধাংশু প্রধান, কাঁথি এক পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ মৃন্ময় পন্ডা, পঞ্চায়েত সদস্যা উজ্জ্বলা পাল,সুনন্দিতা দাস, ক্লাব সম্পাদক রামগোবিন্দ দাস, ক্লাব সদস্য প্রদীপ জানা, অলক বেরা, পার্থ প্রতিম মাঝী, কাঁথি কৃষ্টি শ্রীরঙ্গম নৃত্য একাডেমীর অধ্যক্ষ মনীষ সামন্ত, দিগন্তের সম্পাদক বেলালউদ্দিন,বন্দেমাতরম ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক অয়ন জানা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সঞ্চারী সাহু। উদ্বোধনী মঞ্চে নিত্য, সংগীত ও আবৃত্তিতে মাতিয়ে তোলে কলা নিকেত, নিক্কন আকাডেমি,আনন্দম সংগীত একাডেমি, কৃষ্টি শ্রীরঙ্গম, কাঁথির সবুজ মেলা, ছন্দম ডান্স একাডেম, কাঁথি প্রভাতকুমার কলেজ এর ছাত্র ছাত্রী ও কুশীলব বৃন্দ। ক্লাব সম্পাদক রামগোবিন্দ দাস বলেন করোনা থেকে তিন বছর বন্ধ থাকার পর শুরু হয়েছে এখানকার শুধু নয় জেলার অন্যতম বসন্ত উৎসব। ৮ দিনের এই মেলা ও উৎসব বৈচিত্র্যে ভরিয়ে তোলা হয়েছে। প্রতিদিন থাকছে নানা ধরনের মনোজ্ঞ অনুষ্ঠান।সব মিলিয়ে অভিনবত্বের ছোঁয়ায় অন্য মাত্রা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই উৎসব কে ঘিরে গ্রামের যারা কর্মসূত্রে বাহিরে ছিলেন তোমরা সবাই ঘরে ফিরেছেন এই উৎসবে মাতবেন বলে। এলাকার সকলের সহযোগিতা আহবান করেছেন অনুষ্ঠানটিকে সুষ্ঠু সুন্দর ভাবে পরিচালনা করার জন্য।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read