পূর্ব মেদিনীপুর জেলার রামনগর এক ব্লকের হিরাপুর দশগ্রাম বাসন্তী মিলনী সংঘের ব্যবস্থাপনায় শ্রী শ্রী বাসন্তী মাতা আরাধনা ও ষোড়শ প্রহর হরিনাম সংকীর্তন সহযোগে অন্য মহোৎসবের খুঁটি পূজা হল সোমবার। দোল পূর্ণিমায় আনুষ্ঠানিকভাবে খুঁটি পূজার মাধ্যমে বাসন্তী পূজা ও মিলনমেলার প্রস্তুতি শুরু হলো। হিরাপুর দশগ্রাম হাইস্কুল মাঠে প্রতিবছরের মতো এ বছরও ১৫ ই এপ্রিল থেকে একুশে এপ্রিল পর্যন্ত মায়ের পুজো ও অন্ন মহোৎসব সাড়ম্বরে দশগ্রামের সকলকে নিয়ে উদযাপন হবে। এই সংঘের পুজো ৪৮ তম বছরে পদার্পণ করল।
খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন সংঘের সভাপতি পবিত্র কুমার দে সম্পাদক কৌশিক বারিক সহ-সম্পাদক অমিত বারিক সহ অন্যান্য সদস্য/ সদস্যাবৃন্দ। খুঁটি পূজার এলাকাবাসীর উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো ছিল।
Author: ekhansangbad
Post Views: ১০৪