Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নবদয় সংঘের দোল ও গৌরাঙ্গ মহাপ্রভুর পূজো উপলক্ষে অন্ন প্রাসাদ বিতরণ

পূর্ব মেদিনীপুর জেলার উত্তর কাঁথি বিধানসভা কেন্দ্রের ভাজাচাউলী অঞ্চলের অন্তর্গত উঃকৌশল্যা মহিলা পরিচালিত নবদয় সংঘের দোল উৎসব ও গৌরাঙ্গ মহাপ্রভুর পূজো উপলক্ষে অন্ন প্রাসাদ বিতরণ হলো।

অন্ন ভোগ বিতরণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ, কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মধ্যক্ষ কালীপদ দলাই,ভাজা চাউলি গ্রাম পঞ্চায়েত সদস্য বিভাষ চন্দ্র বেজ, ভাজাচাউলী গ্ৰাঃ পঃ সদস্যা তাপসী বেরা ও অন্যান্য ব্যক্তিবর্গ। সোমবারের এই অনুষ্ঠানে পাঁচ হাজারেরও বেশি মানুষকে পাতপেড়ে অন্ন ভোগ খাওয়ানো হয়।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read