যাত্রীবাহী বাসের ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির। মঙ্গলবার বিকালে দীঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের মহিষাগোটের কাছে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে দীঘা ঠাকুরপুকুর একটি বেসরকারী যাত্রীবাহী বাস ঠাকুরপুকুর যাওয়ার সময় মহিষাগট এর কাছে এক পথচারীকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। তারপরে গাড়িটি চলে এসে কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ডে গাড়িটি কে স্টার্টে রেখে দিয়ে চালক, কন্টাকটার, হেল্পার সবাই পালিয়ে যায়।
বাসের ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারায় পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি এক ব্লকের মহিষাগট গ্রাম পঞ্চায়েতের গামারতলিয়ার বাসিন্দা তপন পাত্র। এই ঘটনাকে ঘিরে ক্ষুদ্ধ মানুষজন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। তার জেরে বেশ কিছু সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন নিত্যযাত্রী সহ পর্যটক। ঘটনার খবর পেয়ে কাঁথি থানার পুলিশ ঘটনা স্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে পরিস্থিতি সামাল দেয। পুলিশের তত্ত্বাবধানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পুনরায় যান চলাচল শুরু হয়। পুলিশ ঘাতক যাত্রীবাহী বাসটিকে কাঁথির সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে আটক করে।