পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর ব্লকের রাজনগর গ্রামের বাসিন্দা সরোজিনী গিরি বয়স ১০০ বছর পূর্ণ হতেই ছেলে বৌমা ও নাতি নাতনি সহ আত্মীয়-স্বজন মিলে জন্মদিন পালন করল।
শুধু জন্মদিন পালনেই থেমে থাকেনি একেবারে কেক কেটে মোমবাতি নিভিয়ে বেলুন ফুলিয়ে এবং গানের মূর্ছনায় সরোজিনী গিরির ১০০ বছরের জন্মদিন উদযাপনকে চিরস্মরণীয় করে রাখলেন গ্রামের ৮ থেকে ৮০।
সকাল থেকে বাড়ির মধ্যে চলছে হইচই একের পর এক আত্মীয়-স্বজন উপহার নিয়ে উপস্থিত।
১০০ বছরের বৃদ্ধার জন্মদিন পালন এটা গ্রামের প্রথম তাই আয়োজনও ছিল এলাহী।
গ্রামের মন্দিরে পুজো দিয়ে অন্য ভোগের ব্যবস্থা করা হয়েছিল প্রায় সব পাঁচেক মানুষের।
সরোজিনী দেবীর স্বামী মারা গেছেন বহুদিন আগে নাম স্বর্গীয় মতিলাল গিরি তিনি স্কুল শিক্ষক ছিলেন।
তিন ছেলে বড় ছেলে ও (দুই মেয়ে) অর্ধেন্দুগিরি ,মেজ ছেলে পূর্ণেন্দু গিরি। ও ছোট ছেলে সূর্যেন্দু গিরি,, এই আয়োজন এর মূল উদ্যোক্তা ছিলেন সূর্যেন্দুগির স্ত্রী অন্নপূর্ণা গিরি।
তিনি বলেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বহু মানুষের জন্মদিন পালন হতো তিনি মোবাইলে দেখাতেন শাশুড়ি মাকে তাই শাশুড়িমাও খুব আনন্দ নিয়ে বলতেন আমারও একদিন এরকম জন্মদিন পালন হলে ভালো হতো।
দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে এলো সেই শুভ মুহূর্ত 100 বছরের পূর্ণতা যেভাবে পেল। এই জন্মদিনের আয়োজন এর খবর দেওয়া হয় পরিবারের সমস্ত আত্মীয়-স্বজনকে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে মিলিত হয় সকলে।