কাটমানি খেয়ে পর্যাপ্ত চওড়া রাস্তা তৈরী না করার অভিযোগে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের সদস্যের বিরুদ্ধে রাস্তায় কাঠের গুঁড়ি ফেলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর ২ টা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের সাহাপুরে। এলাকাবাসির অভিযোগ সাহাপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তাটি প্রায় ১২ ফুট চওড়া রাস্তা ছিল। স্থানীয় গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে আসার সেই রাস্তাটি নতুন করে ঢালাইয়ের কাজ শুরু হয়। কিন্তু রাস্তার কাজের গুনগত মান খারাপ ও রাস্তা সরু করে বানানোর অভিযোগ তুললো স্থানীয় বাসিন্দারা।
অভিযোগ স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্য দেবু দাস রাস্তার চওড়া কমিয়ে দিয়ে সেই টাকা পকেটে পুরেছে। তারই প্রতিবাদে গ্রামবাসী রাস্তার মাঝখানে কাঠের গুঁড়ি ফেলে দিয়ে পথ অবরোধ করে প্রতিবাদ জানায়। তবে এবিষয়ে স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্য বলেন এটা সম্পূর্ণ ভুল কথা। ঢালাই রাস্তার বাজেট ৩ লক্ষ টাকা। এই টাকায় ৬ ফুটের বেশি চওড়া রাস্তা তৈরী সম্ভব নয়। তৃণমূলের কিছু লোক ইচ্ছাকৃত গন্ডগোল করার চেষ্টা করছে। বিগত ১৫ বছর তৃণমূল এই গ্রাম পঞ্চায়েতে ছিল তারা কিছুই করেনি। এই রাস্তাটা আগে পুকুরের মধ্যে অর্ধেক চলে গেছিলো। বরং বিজেপি আসার পরে আমি উদ্যোগ নিয়ে রাস্তা তৈরী করছি।