Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দেশপ্রাণ মহাবিদ্যালয়ে ছাত্র সংসদ ও কালচার সাব কমিটির আয়োজনে বসন্ত উৎসব পালন।

বৃহস্পতিবার দেশপ্রাণ মহাবিদ্যালয়ে ছাত্র সংসদ ও কালচার সাব কমিটির আয়োজনে বসন্ত উৎসব পালন করা হল । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ পরিচালন কমিটির সভাপতি জ্যোতির্ময় কর , অধ্যক্ষ ডঃ সু বিকাশ জানা, অধ্যাপক নোটন সিং’কলেজ পরিচালন কমিটি সদস্য সৌম্য মাইতি, অধ্যাপক অভিরূপ সিং,নির্মল বর্মন, মহম্মদ ওমর, স্বাত্তিকী ওঝা, ছাত্র সংসদের পক্ষে উপস্থিত ছিল অরণ্য বর, পায়েল গিরি প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে ছাত্র সংসদের পক্ষ থেকে বীরেন্দ্রনাথ শাসমলের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন কলেজের অধ্যক্ষ। নাচ গান আবৃত্তির মাধ্যমে বসন্ত উৎসব জমজমাট ভাবে শেষ হয়। জ্যোতির্ময় বাবু বলেন বসন্ত উৎসব নবীনদের সঙ্গে প্রবীণ একে অপরকে রংয়ের মাধ্যমে মিলিয়ে দেয়। আজকের অনুষ্ঠানে প্রায় বহু ছাত্র-ছাত্রী উপস্থিত ছিল। এই উৎসব মিলন উৎসবের রূপ নেয়।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read