পূর্ব মেদিনীপুর জেলার বাথুয়াড়ী অঞ্চল তৃণমূল কংগ্রেসের জনগনের গর্জন বাংলা বিরোধীর বিসর্জন করতে পাড়া বৈঠক ও জনসংযোগ কর্মসূচি হল লোকসভা ভোটে পাখির চোখ করে এগরা ২ ব্লকের বাথুয়াড়ী গ্রাম পঞ্চায়েতেট বাথুয়াড়ী বুথ থেকে শুরু করে বামুনিয়াবাড় বুথে পাড়া বৈঠক হল।
এই কর্মসূচির মধ্য দিয়ে কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী উত্তম বারিকের সমর্থনে নির্বাচনী প্রচার শুরু হল শুক্রবার । উপস্থিত ছিলেন কাঁথি ৩ ব্লক তৃণমূলের সভাপতি নন্দ দুলাল মাইতি, ব্লক যুব সহ সভাপতি অর্ধেন্দু সিংহ, বাথুয়ারি অঞ্চল সভাপতি মৃগাঙ্ক শেখর গিরি, অঞ্চল তৃণমূল কংগ্রেসের কনভেনার সুজিত সী ও পঞ্চায়েত প্রধান মৌসুমী সেন, সম্পাদক ভীমচরন হাজরা,সহ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সকল বুথের সভাপতি গন ও সকল পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা গন। সভায় সিদ্ধান্ত হয় অষ্টাদশ লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে।