Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সোনারপুরে ভোট প্রচার।

প্রদীপ কুমার সিংহ :- যাদবপুর লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে 1জুন। এখনো দুমাস বাকি রয়েছে। কিন্তু কোন রাজনৈতিক দলের প্রার্থীরা ভোট প্রচারে ঘাটতি দিতে চাইছে না প্রত্যেক দলেরই প্রার্থীরা প্রচার করছে। শুক্রবার সকালে সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাজপুর সোনারপুর পৌরসভার ৩৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর বিশ্বজিৎ দের উদ্যোগে যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ কে নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা। এই ৩৪ নম্বর ওয়ার্ডের মহিলা গোষ্ঠীর দ্বারা মহিলাদের নিয়ে এই বর্ণাঢ্য মিছিল এবং সেই বর্ণাঢ্য মিছিলের এলাকার মহিলাদের চোখে পড়ার মতো ভিড় লক্ষ্য করা গেছে। অনেক মহিলা ঢাক বাজিয়ে এই শোভাযাত্রা অংশগ্রহণ করেন।

সায়নী ঘোষ নিজেকে চন মনে রাখতে ওই ওয়ার্ডে খুদে ফুটবলারদের সঙ্গে মাঠে ফুটবলের শর্ট মারেন সায়নী ঘোষ। এই বন্যার্ধ মিছিলে মহিলারা একই রঙে শাড়ি পড়ে অংশগ্রহণ করেছিল। সায়নী ঘোষ কখনো হুট খোলা জিভে করে কখনো পায়ে হেঁটে জনসংযোগ করেছিলেন। বাচ্চাদেরও তিনি আদর করে জনসংযোগ বাড়িয়েছে। সাংবাদিকদের তিনি বলেন যাদবপুর লোকসভা কেন্দ্র তৃণমূলের শক্ত ঘাঁটি প্রতিবছরই তৃণমূল এখানে যেতে এবারও আমার বিশ্বাস সাধারণ মানুষ আমাকে ভোট দেবে। তবে সাংবাদিকরা প্রশ্ন করেছিল বিগত কিছু যাদবপুরের তৃণমূলের সংসদ সাধারণ মানুষ বলছে তেমন করে দেখা যায়নি এবং সংসদেও যাদুকরকে নিয়ে তেমন কিছু বলেনি সেই প্রশ্ন শুনে সায়নগঞ্জ বলেন এবার আশা করছি যদি আমি জিতি তাহলে তাহলে আমি আপনাদের এই ধারণা পাল্টে দেবো। পশ্চিমবাংলার প্রতি কেন্দ্রের যে বঞ্চনা সেই বঞ্চনা নিয়েই সরব হতে হবে। সংসদের মধ্যে ১০০ দিনের টাকা,আবাস যোজনা টাকা এইগুলো সব আদায় করতে হবে সংসদে গিয়ে।যেটা কেন্দ্রীয় সরকার বন্ধ করে রেখেছে।অনেক প্রকল্প টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার সেইগুলো সংসদে গিয়ে আদায় করে নেব।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read