অন্ত্যোদয় অনাথ আশ্রমের আবাসিক অনাথ শিশুদের আনন্দ দিতে রবিবার আয়োজিত হল সম্প্রীতি বসন্ত উৎসব।
এই উপোলক্ষ্যে ছেলেমেয়েরা রঙিন সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশ নেয় । শোভাযাত্রাটি আশ্রম প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পাঁউশি বাজার সহ গোটা এলাকা পরিক্রমা করে। সব মিলিয়ে সমগ্র এলাকায় বসন্ত উৎসবের বাতাবরণ তৈরি হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বসন্ত উৎসব উদযাপিত হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আবাসিক ছেলেমেয়েরা নৃত্য ও গান পরিবেশন করে।
পাঁউশি অন্ত্যোদয় অনাথ আশ্রমে সম্পাদক বলরাম করণ বলেন ” ১৯৯৫ সালে অনাথ শিশুদের খাওয়ানোর জন্য এই গ্রামের পর গ্রামে বাড়িতে পৌঁছে দিয়েছিলাম লক্ষীর ভাণ্ডার। রান্না আগে দুবেলা দুমুঠো চাল যেন এই লক্ষীর ভান্ডারে তুলে রাখেন। আর সেখান থেকে চাল নিয়ে এসে অনাথ শিশুদের খাওয়াতাম। বিগত দিনে বিন্দু, আজকে সিন্ধুতে পরিণত হয়েছে।