Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বারুইপুরে মিনি ম্যারাথনে দৌড়।

প্রদীপ কুমার সিংহ :- একটি বেসরকারি কলেজের পরিচালনায় বারুইপুরে মিনি ম্যারাথন দৌড় হয়।রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ শুরু হয় সাড়ে তিন মাইল তথা ৫ কিমি ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হল। এদিনের ম্যারাথনে ফ্ল্যাগ অফ করেন বিশিষ্ট অভিনেত্রী সৃজনী মিত্র ও ফ্রান্সের প্রতিনিধি এলেক্স বোনাফায়েড ও বেসরকারি কলেজ জিএমআইটির ভাইস চেয়ারম্যান বোধিসত্ত্ব ব্যানার্জি। শিক্ষার প্রসারের জন্য এই ম্যারাথনের আয়োজন করেছেন উদ্যোক্তারা। ওই কলেজের চেয়ারম্যান বৌধিসত্য ব্যানার্জি বলেন শরীর সুস্থ রাখতে দৌড়ের বিকল্প নেই, মানুষ খেলাধুলা থেকে অনেকটা ঝোঁক কমে গেছে। একটু বয়স হয়ে গেলেই মানুষের সারা শরীরে ব্যথা হয়। তাই এই ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ছাত্রছাত্রীরা যদি খেলাধুলা ঠিকমতো করে তাহলে শরীর,স্বাস্থ্য,মন ভালো থাকে। অভিনেত্রী সৃজনী মিত্র বলেন আমি এই ম্যারাথন দৌড়ে ফ্ল্যাগ আপ করতে পেরে খুবই অভিভূত। আমার প্রচন্ড ভালো লাগছে এত স্টুডেন্ট আজ এই ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেছে। প্রচন্ড গরম উপেক্ষা করেও বারুইপুরের বলরামপুরে আয়োজিত এই ম্যারাথনে ছশোর বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। আশপাশের স্কুল, কলেজের পড়ুয়ারাই মূলত এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। প্রায় ২০ টি স্কুলের ছাত্র-ছাত্রীরা এই ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। এই দৌড় প্রতিযোগিতা প্রথম পুরস্কার ছিল একটি ফ্রিজ দ্বিতীয় পুরস্কার ছিল। একটি এলইডি টিভি ও তৃতীয় পুরস্কার একটি মাইক্রোওভেন চতুর্থ পুরস্কার ম্যাক্সি গাইন্ডার সহ অনেক পুরস্কারই ছিল।
পুরস্কার ভিতরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রানি দফতরের কর্মদক্ষ জয়ন্ত ভদ্র, বারুইপুর পৌরসভার উপ পৌর পিতা গৌতম দাস, মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হবিবুর রহমান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read