দিঘায় বেড়াতে এসে মৃত্যু হল এক পর্যটকের। এই ঘটনায় দিঘা পর্যটন শহর জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সূত্রের খবর শুক্রবার উত্তর ২৪ পরগনার ক্যানেলগড় থেকে আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের সঙ্গে বেড়াতে এসেছিল সুবীর সরকার (৫৯)।
তারা দিঘা মোহনার একটি বেসরকারি হোটেলে উঠেছিল। শনিবার বিকালে হঠাৎ করে অসুস্থতা বোধ করে। তার সঙ্গী সাথীরা তড়িঘড়ি দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলার অজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
Author: ekhansangbad
Post Views: ১০৪