Select Language

[gtranslate]
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সেফটি ট্যাঙ্ক থেকে মৃতদেহ উদ্ধারের ঘটনায় আদালতে তোলা হল স্ত্রীকে

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর দুই ব্লকের পূর্ব কাদুয়া গ্রামে সেফটি ট্যাংক থেকে যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ধৃত তার স্ত্রী সবিতা সাউ দণ্ডপাঠ কে সোমবার কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তার জামিন নাকোচ করে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। অভিযোগ গত সোমবার থেকে নিখোঁচ ছিল কবিতার স্বামী সন্তোষ দণ্ডপাঠ। সোমবার নিখোঁজ থাকলেও মঙ্গলবার সকালে সন্তোষের বাইক পাওয়া যায় কবিতার বাড়ির সামনে থেকে। খবর সবিতা সন্তোষকে দ্বিতীয়বার বিয়ে করেছিল। যদিও এই বিবাহ নিয়ে স্থানীয় এলাকায় নানা জনে নানা মত আছে। সন্তষের বাড়ি মৈতনা এলাকায় হলেও তার স্ত্রী সবিতা পূর্ব কাদুয়া প্রথম স্বামীর বাড়িতে থাকতো। এখানে তার চারটি সন্তান আছে। প্রথম স্বামীকে নাকি খুন করা হয়েছে। যদিও এই প্রসঙ্গে অনেক বিতর্ক আছ। স্থানীয় বাসিন্দাদের মত কবিতার চারিত্রিক ত্রুটি রয়েছে।

সেই কারণে সন্তোষকে খুন করা হয়েছে পরিকল্পনা মাফিক। রবিবার পুলিশ সেফটি ট্যাঙ্ক থেকে মৃতদেহ উদ্ধারের সময় সবিতা চম্পট দেয়। পুলিশ তল্লাশি চালিয়ে জুনপুট থেকে গ্রেফতার করে। স্থানীয় বাসিন্দাদের দাবি প্রকৃত তদন্তের মাধ্যমে সুবিতার কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হোক। পুলিশ সূত্রে খবর সবিতাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই খুনের ঘটনায় অন্য কেউ যুক্ত আছে কিনা তার সন্ধান করা হবে। শুধু তাই নয় তাদেরকেও গ্রেফতার করা হবে। উপযুক্ত আইনি পদক্ষেপ নেওয়া হবে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read