হোসিয়ারী শ্রমিকদের গত চার বছরের নূন্যতম মজুরি অনুসারে অবিলম্বে রেটবৃদ্ধির দাবীতে হোসিয়ারী শ্রমিকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল হোসিয়ারী মজদুর ইউনিয়নের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির উদ্দ্যোগে আজ বাঁকাডাঙ্গায় ইউনিয়ন অফিসে শ্রমিকদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের জেলা কমিটির উপদেষ্টা নারায়ণ চন্দ্র নায়ক,সভাপতি মধুসূদন বেরা প্রমুখ।
নারায়ণ চন্দ্র নায়ক অভিযোগ করেন, ২০২০ সালের সরকার ঘোষিত ন্যূনতম মজুরী অনুসারে সর্বশেষ রেটবৃদ্ধি হয়েছিল ২০২১ সালে। এখনো ২০২১,২০২২,২০২৩ সালের নূন্যতম মজুরী অনুসারে রেটবৃদ্ধি বকেয়া রয়েছে। অবিলম্বে ওই রেটবৃদ্ধির দাবিতে রাজ্য শ্রম দপ্তরের মন্ত্রীর কাছে ১৪ মার্চ ইউনিয়নের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০২০ সালের নূন্যতম মজুরি অনুসারে শ্রমিকরা বর্তমানে দৈনিক ৩৬১ টাকা করে মজুরী পাচ্ছেন। ২০২৩ সালের ন্যূনতম মজুরী অনুসারে রেটবৃদ্ধি কার্যকর হলে শ্রমিকরা দৈনিক ৪১৪ টাকা রেট পাবেন।
ইউনিয়নের সভাপতি হোসিয়ারী শ্রমিকদের আন্দোলনকে শক্তিশালী করতে আসন্ন অষ্টাদশ লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্রের প্রার্থী নারায়ণ চন্দ্র নায়ক সমর্থন করার আহ্বান জানান।