৭২ ঘন্টা ধরে নিখোঁজ এক যুবকের ঝুলন্ত মৃতদেহ পাশের গ্রাম থেকে উদ্ধার হওয়ার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে।ঘটনাটা
পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার সিরামপুরের । এখানে খাল পাড়ে বুধবার একটি মৃতদেহ গাছে ঝুলে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ালো এলাকায়।
প্রতিদিনের মতো সিরামপুর গ্রামের কয়েকজন ব্যক্তি ধানের জমিতে কাজ করতে যাওয়ার সময় দেখতে পায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ । সাথে সাথে খবর দেওেয়া হয় পটাশপুর থানায়।
এদের থেকে খবর চাউর হতেই এই এলাকায় ভিড় জমান স্থানীয় বাদিন্দারা ।তাদের মধ্যে কয়েকজন চিনতে পারেন ওই মৃতদেহ ব্যক্তির বাড়ি পাশের গ্রামের সাহাপুরে।
এলাকাবাসী জানান ওই ব্যক্তির মানসিক সমস্যা ছিল। তিন দিন ধরে নিখোঁজ ছিল আজ সকালে হঠাৎ তার মৃতদেহ গাছে ঝুলতে দেশের যায়। মৃত ব্যক্তির নাম সুধির মিদ্দা,বয়স ৫০ ,বাড়ি পটাশপুর থানার সাহাপুর গ্রামে।
Author: ekhansangbad
Post Views: ১৩৪