রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘর কাঁথিতে আসন্ন লোকসভা নির্বাচনের আগে বড়সড় ভাঙ্গন ধরলো বিজেপিতে। বেশ কয়েক জন বিজেপি নেতৃত্ব দল বদল করে শাসক তৃণমূলে যোগদান করল।
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ১ ব্লকের অন্তর্গত মহিসাগোট গ্রাম পঞ্চায়েতের বিজেপির শক্তি কেন্দ্রের প্রমুখ ও বিজেপির জেলা কমিটির সদস্য হরেকৃষ্ণ মান্না এবং মাজিলাপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি নেতা সত্যব্রত পাত্র সহ ২০ টি পরিবার মঙ্গলবার সন্ধ্যায় তৃণমূলে যোগদান করলো।
এই যোগদান কর্মসূচীতে উপস্থিত ছিলেন কাঁথি লোকসভার প্রার্থী উত্তম বারিক ,কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযুষ কান্তি পন্ডা,পশ্চিমবঙ্গ আইএনটিকিউসির রাজ্য সম্পাদক তথা কাঁথি ১ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আমিন সোহেল ,কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক তমালতরু দাস মহাপাত্র সহ অন্যান্য নেতৃবৃন্দ।