বুধবার সকালে এস ইউ সি আই দলের কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী মানস প্রধান পূর্ব মেদিনীপুর জেলার দিঘা -পাঁশকুড়া লোকাল ট্রেনে জন সংযোগ করলেন। তিনি কাঁথি স্টেশন থেকে লবন সত্যগ্রহ স্টেশন পর্যন্ত ট্রেন যাত্রীদের সাথে কথা বলেন ,তাদের সমস্যা শোনেন এবং যাত্রীদের ভোট দেওয়ার আবেদন জানান।
কাঁথি লোকসভা কেন্দ্রের এস ইউ সি আই প্রার্থী মানস প্রধান বলেন “কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে গণআন্দোলন কে শক্তিশালী করার পাশাপাশি দিঘা-পাঁশকুড়া লাইনে পর্যাপ্ত লোকাল ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা, দিঘা -জলেশ্বর এবং বাজকুল -নন্দীগ্রাম রেললাইন স্থাপনের কাজ দ্রুত শুরু করা এবং স্টেশন গুলিতে যাত্রীদের জন্য পরিশ্রত পানীয় জল, শৌচালয় সহ উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলার দাবি আমরা তুলে ধরছি।”
প্রসঙ্গত এস ইউ সি আই দল সারা রাজ্যে ৪২ টি আসনে এবং সারা দেশে ১৫১ টি আসনে একক শক্তিতে প্রতিদ্বন্দ্বিতা করছে, দলের পূর্ব মেদিনীপুর দক্ষিণ সাংগঠনিক জেলার সম্পাদক অশোকতরু প্রধান বলেন “কেন্দ্রের বিজেপি ও রাজ্যের তৃণমূল সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সংগ্রামী বামপন্থার মর্যাদা রক্ষার্থে আমাদের দল আসন্ন লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছে। বড় রাজনৈতিক দল গুলির মিথ্যা প্রতিশ্রুতি ও বিজ্ঞাপনের প্রচারে বিভ্রান্ত না হয়ে গরিব মেহনতি মানুষের বাঁচার আন্দোলনকে শক্তিশালী করার জন্য এস ইউ সি আই দলের প্রার্থীদের ভোট দেওয়া উচিত। “
আজকে দলীয় কর্মীরা হ্যান্ডবিল বিতরণ সহ নির্বাচন সংক্রান্ত একটি বই ট্রেনযাত্রীদের পৌঁছে দেয়। আজকের কর্মসূচীতে নেতৃত্ব দেন বিশ্বজিৎ রায়, লক্ষণ ঘোড়ুই, বিতস্তা মণ্ডল, অনুপ জানা প্রমুখ।