পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে এক সব্জী ব্যাবসায়ী মহিলার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো।আল্পনা দাস নামের (৪৬) নামের এই মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার হয়েছে নিজের বাড়ির ভেতর থেকে।চাঞ্চল্যকর এই ঘটনাটা নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের খোদামবাড়ী ১ গ্রাম পঞ্চায়েতের বিক্রমচক গ্রামের ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে বছর আল্পনা দাস নামের ওই মহিলা খোদামবাড়ির ভীম বাজারে সব্জী ব্যবসা করতেন। গত পাঁচ দিন ব্যবসাতে না যাওয়ায় বাড়িতে খোঁজাখুঁজি করা হয় ।বাড়ির কাছে গিয়ে ডাক দিলেও কেউ সাড়া দেয়নি ।মহিলাকে ডাকতে যাওয়া ব্যাবসায়ীরা উল্টে বাড়ির ভেতর থেকে পচা গন্ধ পায়।
তখন পুলিশকে খবর দিলে পুলিশ এসে তালা ভাঙ্গে দেখে ওই মহিলা মৃত অবস্থায় পড়ে আছে।।
উল্লেখ্য ওই মহিলা বাড়িতে একা থাকতেন। স্বামী মাধব দাস রাজমিস্ত্রির কাজ করে বাইরে থাকে। ছেলে তার শ্বশুরবাড়িতে থাকে। তাই দীর্ঘদিন ওই মহিলা বাড়িতে একাই থাকতেন।