পূর্ব মেদিনীপুর জেলার রামনগর এক ব্লকের তালগাছাড়ী রাধাকৃষ্ণ মন্দির কমিটি র পক্ষ থেকে বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করা হলো। ১৩১ তম বর্ষে পদার্পণ করেছে এই অনুষ্ঠান।প্রতি বছরের ন্যায় এবারও হরিনাম সংকীর্তন সহযোগে অন্ন মহোৎসবের আয়োজন করা হয়।অন্ন মহোৎসবকে কেন্দ্র করে বহু ভক্ত তালগাহাড়ী রাধাকৃষ্ণ মন্দিরেউপস্থিত হন।মানুষের মধ্যে একটা মেলবন্ধন, ভাতৃত্বের বন্ধন তৈরি হয়। প্রতিদিনের ব্যস্ততার জীবন থেকে একটু মুক্তি পেতে সকলে মিলে একসঙ্গে অন্নমহোৎসবে যোগদান করেন। খাওয়া-দাওয়া থেকে ভালো আর কিছু হতে পারে না। তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই যাতে এই অন্ন মহোৎসবে যোগদান করে তারই আহ্বান জানালেন রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সহ সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী দীপক সার।
আগামী দিনে যাতে এই উৎসবকে আরোও বড় আকারে আয়োজন করা যায় তারই ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন তিনি। প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা দীপক সার গ্রামের ছোটবেলা থেকে গ্রামের প্রত্যেকটি মানুষকে একসঙ্গে নিয়ে এই পুজো অনুষ্ঠান দীর্ঘ বছর ধরে জারি রেখেছেন।তবে শুধুমাত্র নিজের গ্রাম বলেই নয় যেখান থেকেই তিনি আমন্ত্রণ পান না কেন সেখানেই শত ব্যস্ততার সঙ্গেও উপস্থিত হন দীপক বাবু।
।