Select Language

[gtranslate]
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ময়নায় বিজেপি কর্মী খুনের ঘটনায়, এন আই এ তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

প্রায় এক বছর আগে পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপি কর্মী খুনের ঘটনায় এবার এন আই এ তদন্তের নির্দেশ দিলো কলকাতা হাইকোর্ট। লোকসভা ভোটের মুখে এই ঘটনা রাজনৈতিকভাবে যথেষ্ট তাত্‍পর্যপূর্ণ। এমনই মনে করছে ওয়াকিমহল মহলের একাংশ।

গত বছর মে মাসের শুরুতে ময়নায় বিজেপির বুথ কমিটির সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়া খুন হয়েছিলেন। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই খুন করেছেন। এমনই অভিযোগ ছিল মৃতের পরিবারের তরফে। স্থানীয় বিজেপি নেতৃত্ব তৃণমূলের দিকে আঙুল তুলেছিল। প্রথমে তাকে অপহরণ করা হয়। পরে খুন করা হয়েছিল বলে অভিযোগ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ভূমিকা নিয়েও হতাশা প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশ কার্যকর করতে আগ্রহ দেখায়নি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এই ঘটনা দুর্ভাগ্যজনক। এমনই বলেছেন বিচারপতি। এনআইএর তদন্ত নিয়ে শুরু হয়ে গিয়েছে চর্চা।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read