রেল লাইনের ধারে রক্তাক্ত মৃত মহিলার দেহ উদ্ধার হল শুক্রবার সকালে। অনুমান ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে ওই মহিলার। মৃত্যুর সঠিক কারণ এবং পরিচয় পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে। শুক্রবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পাওয়ার হাউসের কাছে দীঘা তমলুক রেল লাইনের ধারে এক ৪০ বছর বয়সী রক্তাক্ত মহিলাকে মৃত অবস্থায় দেখতে পায় স্থানীয় লোকেরা।
রেল পুলিশে খবর দিলে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়। রেল পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সকাল সাড়ে ৬ টার দীঘা পাঁশকুড়া ট্রেন যাওয়ার পরে এই মৃতদেহ দেখতে পাওয়া যায়।অনুমান ওই ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে মহিলার। এটি আত্মহত্যা নাকি নিছক দুর্ঘটনা তা জানা যায়নি।
Author: ekhansangbad
Post Views: ৯৪