Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চাষের জমির মাটি ফেরানোর দাবিতে প্রশাসনের দ্বারস্থ জমিরমালিকেরা।

পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ নম্বর ব্লকের বালিঘাই থেকে দুবদা যাওয়ার রাস্তা তৈরিতে চাষের জমির মাটি নেওয়ার অভিযোগ উঠলো।অভিযোগ এই রাস্তার দুই ধারে থাকা চাষের জমি থেকে মাটি তুলে নেওয়া হয়েছে।এর প্রতিবাদে এবং মাটি ফেরানোর দাবিতে প্রশাসনের দ্বারস্থ হয়েছে জমিরমালিকেরা ।

এক ক্ষতিগ্রস্থ জমির মালিক মুকুন্দ চক্রবর্তী অভিযোগ করেছেন উনার প্রায় পাঁচ বিঘা জমি থেকে মাটি তুলে নিয়ে রাস্তা তৈরিতে ব্যাবহার করা হয়েছে। আরো অভিযোগ এই চাষীর রায়ত জায়গায় ক্যালভাট বসানো হয়েছে। এই নিয়ে তিনি জেলার সমস্ত আধিকারিক এর কাছে লিখিত অভিযোগ করেছেন ।

সমস্যার সমাধানের জন্য আবেদন জানিয়ে মুকুন্দবাবু অভিযোগ করেছেন বেআইনিভাবে উনার জমি থেকে মাটি তুলে নেওয়া হয়েছে ।বলেন তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবং চিকিৎসার জন্য হায়দ্রাবাদ গেছিলেন ।সেই সময়ে উনার জমি থেকে মাটি তুলে নিয়ে রাস্তা এবং ক্যালভাট তৈরি করা হয়, যিনি এলাকার সমস্ত ঘটনা লিখিতভাবে এগরা বিধানসভার তৃণমূলের বিধায়ক তরুণ কুমার মাইতিকেও জানান ।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read