Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এনআইএকে রাজনৈতিক চক্রান্তে ব্যাবহারের অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে।

এনআইএকে রাজনৈতিক চক্রান্তে ব্যাবহার করছে বিজেপি এই অভিযোগ তুলে এবং এমন জঘন্য কান্ড বন্ধের দাবি জানিয়ে ইটাবেড়িয়ায় রাস্তা অবরোধ করলো তৃনমূল কর্মী সমর্থকেরা।

শনিবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানা এলাকা।শাসক দলের অভিযোগ অভিযোগ শনিবার ভোর রাত্রে ভগবানপুর বিধানসভার অন্তর্গত ভগবানপুর-২নং ব্লকের অর্জুননগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বলাইচরণ মাইতি ও নিজনাড়ুয়া বূথ তৃণমূল কংগ্রেসের সভাপতিকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এন আইএ মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করেছে এবং মহিলাদের ওপর অত্যাচার করেছে ।তার প্রতিবাদে ভগবানপুর ২নং ব্লকের বিভিন্ন রাস্তায় বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা।

গত ২০২২ সালের ডিসেম্বরে বিস্ফোরণে কেঁপে উঠেছিল ভূপতিনগরের নাড়ুয়াবিলা গ্রাম । মৃত্যু হয় কয়েক জনের। সেই ঘটনার তদন্তভার এনআইএর হাতে দিয়েছিল আদালত। আদালতের নির্দেশে সেই বিস্ফোরণের ঘটনার শনিবার ভোর রাত্রে তদন্ত করতে গিয়েই হামলার মুখে পড়তে হল এনআইএকে।

কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের দাবি,ধৃত তৃণমূলের অঞ্চল সভাপতি বলাই মাইতি এবং বুথ সভাপতি মনোব্রত জানাকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবিতে হামলা চালায় তাদের অনুগামীরা।
অন্তত ১০০-১৫০ জন অনুগামী তাঁদের ঘিরে ধরে বলে অভিযোগ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। তাঁদের দাবি হামলাকারীদের মধ্যে বেশিরভাগই মহিলা। হাতে লাঠিসোটা নিয়ে হামলা করে। গাড়ির কাচ ভেঙ্গেছে।

ভগবানপুরের বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি বলেন সারা রাজ্য জুড়ে আইনের শাসন ভেঙ্গে পড়েছে।এই হামলার ঘটনা সেই অভিযোগ আবার প্রমান করলো দাবি বিধায়কের।

তৃনমূলের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি পীযুষকান্তি পন্ডা বলেন নির্বাচন এলেই বিজেপি নানান কেন্দ্রীয় এজেন্সীকে দিয়ে তৃনমূলের নেতা কর্মীদের হেনস্থা করে।তাঁর অভিযোগ ভূপতিনগরেও একই কান্ড ঘটিয়েছে।তাঁর আরো অভিযোগ এন আইএকে ব্যাবহার করে শনিবার ভোররাত্রে তদন্তের নামে হাজির হয়েছে।তল্লাসীর নামে পুরো বাড়ি লন্ডভন্ড করে দিয়েছে।সন্ত্রাসের পরিবেশ তৈরীর চেষ্টা করছে বিজেপি অভিযোগ পীযুষের

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read